ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চারঘাটে শিবির সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চারঘাটে শিবির সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রতীকী

রাজশাহী: চারঘাটে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বদিউজ্জামান বদিসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিবপুর এলাকার চান্দু মোল্লার ছেলে বিএনপি কর্মী ইমরান আলী (৩০) ও পাটিয়াকান্দী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শিবির কর্মী মিঠু আলমকে (২৯) গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলা শিবিরের সভাপতি বদিউজ্জামান বদিসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি এবং ট্রাক চালক ষষ্ঠি কুমার ও হেলপার সাহাবুরকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা করে।

রোববার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হেমন্তপুরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলা করে অবরোধকারীরা। এতে ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হন। রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাংলাদশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।