ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে হাতেনাতে পিকেটার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
যাত্রাবাড়ীতে হাতেনাতে পিকেটার আটক

ঢাকা: যাত্রীবাহী বাসে ইট ছুড়ে মারার সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. পাভেল (২২) নামে এক পিকেটারকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।

সোমবার বেলা পৌনে তিনটার সময় যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।



ঢাকা-ফেনী রুটে চলাচলকারী পরিবহন স্টার লাইনের একটি বাসে ইট ছুড়ে মারার সময় টহলরত র‌্যাব-১০-এর সদস্যরা মো. পাভেলকে আটক করে।

তাকে বর্তমানে র‌্যাব দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাব-১০-এর অপারেশন অফিসার খায়রুল আলম।

তবে তাৎক্ষণিকভাবে পাভেলের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে খায়রুল আলম বাংলানিউজকে জানান, সোমবার বেলা পৌনে তিনটার সময় মো. পাভেলসহ ৩/৪ জন যুবক যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-ফেনী রুটের স্টার লাইনের একটি বাসে ইট ছুড়ে মারে। পরে আরেকটি ইট ছুড়ে মারার আগে পাভেলকে হাতেনাতে র‌্যাব সদস্যরা আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বর্তমানে পাভেলকে র‌্যাবের দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে তাৎক্ষণিকভাবে পাভেলের রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১৮২৮ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।