ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতা না ছাড়লে সংলাপ নয়: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ২৬, ২০১৫
নাশকতা না ছাড়লে সংলাপ নয়: তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রী হাসানুল হক

ঢাকা: নশকতা না ছাড়লে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গুলিস্তান জাসদ কার্যালয়ের সামনে জাসদ মহানগর সমন্বয় কমিটির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা জানান।



হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যখন স্বাধীনতার জন্য আন্দোলন করি তখনও এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়নি। খালেদার দিকে তাকালে আমার পাকিস্তানি হানাদারদের কথা মনে পড়ে।

মন্ত্রী বলেন, যে কি না আগুন দিয়ে মানুষ পোড়ায় তার সঙ্গে কোনো সংলাপ নয়। জঙ্গিবাদ রাজাকারদের সঙ্গে আপোস আত্মঘাতী। খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে বিশ্ব ইজতেমা, ঈদে মিলাদুন্নবী, সরস্বতী পূজা কিছুই আটকাতে পারেননি।

ফেব্রুয়ারির ২ তারিখ থেকে এসএসসি পরীক্ষাসহ সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের বাধা দিলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান হাসানুল হক ইনু।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, আগে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ করুন। আপনার দিলে রহমত আনুন তারপর সংলাপ হবে।

সভায় সভাপতিত্ব করেন, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আখতার।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।