ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’

ঢাকা: আওয়ামী যুবলীগ প্রকাশিত ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’ নামের দ্বিভাষিক গ্রন্থটি (স্টেটসম্যান শেখ হাসিনা’স স্ট্রাগল ফর ইকোনমিক ইমেনসিপেশন) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রদান করেছে সংগঠনটি।
 
সোমবার (২৬ জানুয়ারি) এক অনলাইন বার্তায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।


 
ওই বার্তায় উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রদানের জন্যে বাংলায় ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’ ইংরেজিতে ‘স্টেটসম্যান শেখ হাসিনা’স স্ট্রাগল ফর ইকোনমিক ইমেনসিপেশন’ গ্রন্থটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টোফার এলমস্ এর কাছে হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।
 
গ্রন্থটি প্রদানের পর নিজাম চৌধুরী ক্রিস্টোফারকে জানান, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সনদ প্রেক্ষিত পরিকল্পনার রূপকল্প অনুসারে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অর্জিত সামগ্রিক অর্থনৈতিক সাফল্য তুলে ধরতেই এ গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
 
এ সময় ক্রিস্টোফার এলমস্ মহামন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে দীর্ঘদিন ধরে রাখার জন্যে শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক স্থিতির বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন।
 
গ্রন্থটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। আর্ট পেপারে চাররঙে ছাপা ২৪০ পৃষ্ঠার গ্রন্থটি জয়িতা প্রকাশনী থেকে ইয়াসিন কবীর জয়ের পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রকাশিত। গ্রন্থটিতে নিবন্ধ লিখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রিয়ার অ্যাড. (অব.) মো খুরশেদ আলম, নিজাম চৌধুরী, ড. আহমদ আল কবির, কাওসার রহমান, সাদিকুর রহমান চৌধুরী পরাগ, মাহবুব স্মারক, অনিমেষ কর ও আবুল কালাম আজাদ।
 
আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছরের ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবর্তনের ডাক’ এবং ‘ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’- এ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও যুব গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী গ্রন্থ তিনটির সম্পাদক ও প্রকাশক। জয়িতা প্রকাশনী থেকে গ্রন্থগুলো প্রকাশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।