রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক কচিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ষলুয়া ইউনিয়নের হলিদাগাছির নিজ বাড়ি থেকে নাজমুল হক কচিকে গ্রেফতার করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) রাতে চারঘাটে ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে অবরোধকারীরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হন।
এ ঘটনায় রোববার রাতেই নাজমুল হক কচিসহ ১৫ জনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।
এ মামলায় সোমবার বিকেলে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক কচিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।
একই মামলায় আরো দু’জনকে গ্রেফতার করে চারঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত অপর দু’জন হলেন- চারঘাট উপজেলার শিবপুর এলাকার বিএনপি কর্মী ইমরান আলী (৩০) ও পাটিয়াকান্দী গ্রামের শিবির কর্মী মিঠু আলম (২৯)। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্তজা জানান, বিকেলে উপজেলার ষলুয়া ইউনিয়নের হলিদাগাছির নিজ বাড়ি থেকে নাজমুল হক কচিকে গ্রেফতার করা হয়। তিনি ওই হামলার ঘটনা ছাড়াও উপজেলার বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫