ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

জানাযা নিয়ে নাটকের ফল ভালো হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জানুয়ারি ২৬, ২০১৫
জানাযা নিয়ে নাটকের ফল ভালো হবে না ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাযা নিয়ে নাটকের ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে জাসদ মহানগর সমন্বয় কমিটির জনসভায় তিনি এ মন্তব্য করেন।



মায়া বলেন, আপনার ছেলে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী আপনাকে দেখতে যান। কিন্তু আপনি নাটক করেছেন, দেখা করেননি। আপনার যে পরামর্শকরা এসব নাটকের স্ক্রিপ্ট লেখেন, তারা আপনাকে কবরে নিয়ে যাবে। মঙ্গলবার বিকেলে জানাযা অনুষ্ঠিত হবে। শুনেছি জানাযা নিয়েও নাটক হবে। এ নাটকের ফল ভাল হবে না।

খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বামী মারা যাওয়ার পর আপনি সান্ত্বনা জানাতে গিয়েছিলেন। আপনাকে তো ফিরিয়ে দেয়া হয়নি! বরং প্রধানমন্ত্রী আপনাকে তার ব্যক্তিগত রুমে নিয়ে গিয়েছিলেন।

শেখ হাসিনার সঙ্গে দেখা না করার পরামর্শ আপনাকে যারা দিয়েছেন, তারা আপনাকে ডোবাবে বলে মন্তব্য করেন মায়া।

তিনি আরও বলেন, খালেদা জিয়া আপনি যতই ইঞ্জেকশন দেন, যতই নাটক করেন, পেট্রোল বোমা মারেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়।

জাসদের সহ সভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।