ঢাকা: যাত্রাবাড়ী থানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করায় এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্য সচিব ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়ার নামে এ ধরনের মিথ্যা মামলা উদ্দেশ্য প্রণোদিত।
সরকার বর্তমান রাজনৈতিক সংকটক রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়ন, গুম-খুন, হামলা-মামলা করে গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলেও বিবৃতিতে বলা হয়।
একদিকে আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদেরকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন, হামলা-মামলা, লুটপাট, বাড়ি-ঘর ভাংচুর, জ্বালাও-পোড়াও ও গণগ্রেফতার করছে।
তারা বলেন, সভা-সমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকার দলীয় সমর্থক ও ক্যাডাররা নিরাপত্তা বাহিনীর নাকের ডগার ওপর মিটিং-মিছিল, সমাবেশ করছে।
বিরোধী জোটের সভা-সমাবেশ তো দুরের কথা মিটিং-মিছিলের প্রস্তুতি নিলেই সরাসরি গুলি, হামলা-মামলা, নির্যাতন ও গণগ্রেফতার করছে।
দেশনেত্রী খালদা জিয়াসহ বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
অনতি বিলম্বে সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে ও সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার ও গণতন্ত্র পুন-প্রতিষ্ঠার দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫