ঝালকাঠি: গাড়ি পোড়ানোর অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ১৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
এ মামলার অপর আসামিরা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, পৌর জামায়াতের আমির ফারুক খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূপুরের ছেলে হিমেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়েত, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, গিয়াস, জামায়াত কর্মী আবদুল হাই, জেলা শিবির সেক্রেটারি তালহা বশির, শিবির নেতা আল মামুন ও কাসেম।
ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) শীলমণি চাকমা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার রাতে ঝালকাঠি বাসস্ট্যান্ডে রংধনু নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলাটি করা হয়েছে।
তিনি আরো জানান, মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫