ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নন্দীগ্রামে অটোরিকশায় আগুন, পুলিশের গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নন্দীগ্রামে অটোরিকশায় আগুন, পুলিশের গুলি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বেড়াগাড়ী নামক স্থানে একটি পণ্যবাহী সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শর্টগানের গুলি ছুড়লে পালিয়ে যায় তারা।



সোমবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে বগুড়া-নওগা সড়কে উপজেলার বেড়াগাড়ীতে এই ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, পণ্যবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়া থেকে নওগার দিকে যাচ্ছিল। পথে বেড়াগাড়ী পৌঁছিলে হরতাল সমর্থকরা পেট্রোলবোমা ছুড়ে মারলে গাড়িতে আগুন লেগে যায়। নাশকতা ঠেকাতে ও নিজেদের আত্মরক্ষার্থে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।