ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে দুই সহস্রাধিক জিহাদি বইসহ ৬ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০১, জানুয়ারি ২৭, ২০১৫
সিলেটে দুই সহস্রাধিক জিহাদি বইসহ ৬ শিবির নেতা আটক ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে বিশেষ অভিযান চালিয়ে দুই সহস্রাধিক জিহাদি বইসহ ৬ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত গভীররাত ২টার দিকে সদর উপজেলার কুমারগাঁও আবাসিক এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- সিলেট সদর উপজেলার শাহখোররম ডিগ্রী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ও ফতেহপুর মাদরাসা শিবিরের বর্তমান সভাপতি মো. শাকিব আহমদ (২৫), সদর উপজেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন (২৪), শিবিরের সাথী জাকারিয়া আহমদ (২৭), সাইফুল ইসলাম (২২), শাবিপ্রবি শিবিরের দায়িত্বশীল হারুনুর রশিদ (২৪) ও রাহাত দ্বীন ছায়েদ (২২)।

অভিযানকারী পুলিশ কর্মকর্তা মহানগরীর জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান- শিবির নিয়ন্ত্রিত ওই মেস থেকে দুই সহস্রাধিক জিহাদি বই ছাড়াও সরকারবিরোধী বিপুল পরিমাণ পোস্টার, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।