ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

রাবি কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পাশে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পেছনে এ ঘটনা ঘটে।



একই এলাকায় গত কয়েকদিনে তৃতীয় বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
এর আগে গত ২২ জানুয়ারি সৈয়দ আমীর আলী হলের পেছনে ও ২০ জানুয়ারি একই হলের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ ও হরতাল সমর্থকরা।

সৈয়দ আমীর আলী হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হলের পেছনে বিকট শব্দে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হলটির পেছনের এলাকা নির্জন হওয়ায় এবং পুলিশি টইল না থাকায় অবরোধ ও হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টির জন্য বারবার ওই এলাকায় নাশকতার ঘটনা ঘটাচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে আতঙ্ক ছড়াতেই ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ওই এলাকাটা নির্জন হওয়ায় অবরোধ ও হরতাল সমর্থকরা সুযোগ নিচ্ছেন।

শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই দাবি করে তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে ককটেলের বিস্ফোরণ হওয়ার পর রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে একটি মিছিল নিয়ে আমীর আলী হলে আসে সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মোড় এলাকায় হরতাল ও অবরোধবিরোধী মিছিল বের করে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।