ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে সিমেন্টবোঝাই ২টি ট্রাকে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
শেরপুরে সিমেন্টবোঝাই ২টি ট্রাকে আগুন ছবি: প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে আধাঘণ্টার ব্যবধানে সিমেন্টবোঝাই দু’টি ট্রাকে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা।

এসময় মহাসড়কে ব্যাপক পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও আগুন দেওয়ার পাশাপাশি ওই এলাকায় পরপর তিনটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিমেন্টবোঝাই ট্রাক দু’টি (টাঙ্গাইল ট-০২-০২৯৭ ও ঢাকা মেট্রো ট-১১-১২৪৫) টাঙ্গাইল থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকা হয়ে দিনাজপুরে যাচ্ছিল।

পথে ওই স্থানে পৌঁছুলে ট্রাক দু’টিতে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এতে ট্রাক দু’টির প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ট্রাক দু’টি থেকে প্রায় ২২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় বলে এই কর্মকর্তা জানান।

শেরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ শামীম মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, এসব নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫/আপটেড: ০৯৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।