ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেফতার

মাহিদুল ইসলাম রিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫২, জানুয়ারি ২৭, ২০১৫
দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদের দিনাজপুর আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, অবরোধে নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও মালবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবহন বিশেষ নিরাপত্তায় তাদের নিজ নিজ গন্তব্যে পৌছে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।