ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হবিগঞ্জে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আটক

হবিগঞ্জ: হবিগঞ্জে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে হবিগঞ্জ সদর থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।



আটকদের মধ্যে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমরান (৩০), বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী (২৯) ও হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আহমেদ বুলেট (২৪) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে অবরোধ ও হরতাল সমর্থকরা শহরের সায়েস্তানগর এলাকায় ব্যাটারিচালিত কয়েকটি টমটম ভাঙচুর করে। এ ছাড়াও তারা পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করেন।

এই নাশকতার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ রাতেই অভিযানে নামে। এ সময় পুলিশ শায়েস্তানগর এলাকার টং দোকান মালিক রুস্তম আলী (৪৫) এবং শহরতলীর ২নম্বর পুল এলাকার মনির মিয়াকে (২৫) আটক করে।

এ ছাড়া পুলিশ শায়েস্তানগর কবরস্থান এলাকা থেকে তিনটি পেট্রোল বোমাসহ রুবেল মিয়া (২৫) নামে অপর এক যুবককে আটক করেছে।

রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলছিল।

এ ব্যাপারে রাত ১২টা ৫০ মিনিটে সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির বাংলানিউজকে জানান- পুলিশের অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।