সিলেট: অবরোধের সমর্থনে মিছিল। ব্যানারে লেখা সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা বেলা ১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিলে এমন দৃশ্য দেখা গেছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে, অবরোধ ও হরতালের সমর্থনে বের হওয়া মিছিল ‘অবাক দৃষ্টিতে চেয়ে দেখছিলেন অনেকে।
প্রত্যক্ষদর্শীদের মন্তব্য ছিল হাস্যরস্যের- ‘আর মানুষ কইবা, বিএনপির ইতা কিতা অবস্থা (এই বুঝি বিএনপির অবস্থা)।
মিছিল পরবর্তী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- নগরীর জেলরোড থেকে বের হওয়া মিছিলটি বন্দরবাজার পয়েন্টে পথসভায় মিলিত হয়। এসময় পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে করেছেন তারা।
সিলেট কোতোয়ালি পুলিশের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে বলেন, একটি ব্যানার নিয়ে ওই সময় ১০/১২ জন লোক মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ দেখেই তারা বিভিন্ন ওলিগলি দিয়ে দৌড়ে পালিয়েছে।
এছাড়া ব্যানারসহ মিছিলে ১১ জনের উপস্থিত দেখা গেলেও বিজ্ঞপ্তিতে পদ-পদবীসহ ১৮ জনের নামসহ উল্লেখ করা হয়- সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহবায়ক মিফতা সিদ্দিকীর পরিচালনায় মিছিলে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান, রুহুল কুদ্দুস হামজা, প্রফেসর মঈন উদ্দিন, নুরুল ইসলাম, হাজি রিপন মিয়া, শেখ মিজান, আলী হোসেন, হোসেন আহমদ রুহুল, এমদাদুর রহমান, ছাত্রদল নেতা কাউছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, হূদয় দাশ, শ্রমিকদল নেতা মিজান আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭১৯ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫