সিরাজগঞ্জ: ভাঙচুর, বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে একটি বাসে (চট্রগ্রাম মেট্রো ক ৪৬০) আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
একই সময় সিএনজি চালিত একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে, নাশকতার অভিযোগে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম, বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী হেলাল উদ্দিন ও আব্দুল হাইকে আটক করেছে পুলিশ।
অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। জেলা সদর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ও বেলকুচি থানার ওসি আনিসুর রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫