ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়া বিএনপিরও শত্রু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ৩, ২০১৫
খালেদা জিয়া বিএনপিরও শত্রু হাছান মাহমুদ

ঢাকা: খালেদা জিয়া শুধু অগ্নিদগ্ধ সাধারণ মানুষের শত্রু নন, তিনি বিএনপিরও শত্রু। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, রংপুরে বিএনপির এক সিনিয়র নেতার বাবা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত হওয়ায় ওই নেতা দলত্যাগ করেছেন। হরতাল-অবরোধের কারণে যেসব এসএসসি পরীক্ষার্থী দুর্ভোগে পড়েছে, তাদের মধ্যে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পরিবারের শিক্ষার্থীরাও রয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া সমগ্র বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এগুলো জঙ্গি তৎপরতা। এই সহিংসতার উদ্দেশ্য বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র বানানো। ইরাকের মতো দেশেও সাধারণ মানুষের ওপর এমনভাবে পেট্রোল বোমা ছুড়ে মারা হয় না। বাস, ট্রেনে হামলা চালিয়ে যুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছেন তিনি (খালেদা জিয়া)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের অপর এক মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘বিবৃতিতে স্পষ্ট যে, বিএনপির উদ্দেশ্য সহিংসতা ও নৈরাজ্য’।

এ সময় তিনি সাধারণ জনগণকে এসব সহিংসতার বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫/আপডেট: ১৩৩৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।