ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রাজধানীতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে প্রতিবাদে ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।



সমাবেশে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডই তাকে রাজনৈতিক অপমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আন্দোলনের নামে তিনি (খালেদা জিয়া) যেভাবে নিরীহ মানুষকে হত্যা করছেন, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, জনগণকে অবরুদ্ধ করে চোরাগোপ্তা হামলা করে খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছেন।

বিএনপির চেয়ারপারসনকে ‘জঙ্গিবাদের নেত্রী’ আখ্যায়িত করে তিনি বলেন, খালেদা জঙ্গিদের লালন করছেন। দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান সরকার বলেন, জাতি শিক্ষিত হোক, এটা খালেদা জিয়া কখনই চান না। এ কারণেই এসএসসি পরীক্ষার সময় হরতাল দিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছেন।  

তিনি অবিলম্বে যদি অযৌক্তিক হরতাল প্রত্যাহার না করা হয়, তবে বাংলার ছাত্রসমাজ এ অনৈতিক কর্মকাণ্ডের দাঁতভাঙ্গা জবাব দেবে বলেও হুশিয়ারি দেন।

মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে জিপিও, পল্টন ও প্রেসক্লাব হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানার পরিচালনায় মিছিল-সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সুলতান মাহমুদ খলিল, রাইসুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ মাহি, চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জামান সিকদার, রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।