ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাড় পাবে না কেউই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ছাড় পাবে না কেউই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ মানুষের উপর যারা বর্বরোচিত হামলা করছে তাদের কেউই ছাড় পাবে না। যেখানে তাদের দেখা যাবে সেখানেই তাদের কবর রচনা করা হবে।



মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

হরতাল অবরোধ জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ।

বক্তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে অন্য দিকে খালেদা জিয়া দেশ ধ্বংস করার চেষ্টা করছে। খালেদা শান্তির বাংলাদেশ চান না।

বক্তারা আরো বলেন, খালেদা জিয়ার ছেলে মারা গেলে তিনি অজ্ঞান হয়ে যান অথচ, কত মায়ের সন্তান মারা যাচ্ছে তাতে তার কোন ভ্রুক্ষেপ নেই।

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে।

আয়োজক সংগঠনের সভাপতি মনির আহমেদ মনার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সম্পাদক আহসান হাবিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. গোলাম সারোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।