ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় নাশকতা-অবরোধ-হরতালের বিরুদ্ধে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, ফেব্রুয়ারি ৩, ২০১৫
খুলনায় নাশকতা-অবরোধ-হরতালের বিরুদ্ধে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় নাশকতা, সন্ত্রাস, অবরোধ ও হরতালের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক পৃথক সময়ে এ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মহানগরীর কেডিএ অ্যাভিনিউ থেকে মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপির নেতৃত্বে একটি মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কর্যালয়ে এসে শেষ হয়।

নগরীর শহীদ হাদিস পার্কে মানববন্ধন ও মিছিল সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট কমান্ড।

উভয় মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত একের পর এক পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। হরতাল-অবরোধের নামে নাশকতা করছে। তাই সময় এসেছে এদের শক্ত হাতে প্রতিহত করার।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।