ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৭২ ঘণ্টা হরতাল চলাকালে ডাল বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।   জেলা সদরের এরুলিয়া বাজারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।



বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ডাল বহনকারী ট্রাকটি নওগাঁ থেকে বগুড়ার দিকে আসছিলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে এরুলিয়া বাজার এলাকায় ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে এর সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতক্ষদর্শীরা ট্রাকটির ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানালেও এ ঘটনায় ট্রাকের বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।