ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে বিএনপি-জামায়াতের আড়াই শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রাজশাহীতে বিএনপি-জামায়াতের আড়াই শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

রাজশাহী: রাজশাহীতে ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় মহানগরীর রাজপাড়া ও শাহ মখদুম থানায় বিএনপি-জামায়াতের আড়াইশ‘ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছে পুলিশ।

এছাড়া আলাদা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪ নেতাকর্মীকে।

 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম মঙ্গলবার দুপুরে মামলা দায়ের ও গ্রেফতারের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর শাহ মখদুম থানার ছোন বনগ্রাম এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এতে চালক ফারুক হোসেন দগ্ধ হন। এ ঘটনায় রাজপাড়া থানার উপ-পরিদর্শক মোমেন সরকার বাদী হয়ে ২০ দলের ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা করেন। এর তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক বেলাল হোসেনকে। মামলায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে পাঠানো হবে।

সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আরও জানান, একই রাতে রাজপাড়া থানার মোল্লাপাড়া বাইপাস সড়কের ঠাকুরমারা এলাকায় বালিবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতেও চালক সাইদুর ও হেলপার শহীদুল দগ্ধ হন। এ ঘটনায় রাজপাড়া থানা পুলিশ বাদী হয়ে বিএনপি জামায়াতের ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। তদন্তাভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক আবু রায়হানকে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।