ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত।
পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন ফখরুল। রিমান্ড শেষে দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান ডিবির এসআই আনোয়ার হোসেন খান।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৪ জানুয়ারি মতিঝিল থানার এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদের সামনে প্রাইভেটগাড়ির চালককে হত্যার উদ্দেশ্যে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও দাহ্য পদার্থ দিয়ে গাড়িতে আগুন দিয়ে ভস্মীভূত করে। ফখরুলের পরামর্শে ও হুকুমে এ অপরাধ সংঘটিত করা হয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার। ফখরুলের রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া. মোহসীন মিয়া, গোলাম মোস্তফা খান প্রমুখ।
গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত ২৭ জানুয়ারি পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। শনিবার (৩১ জানুয়ারি) কাশিমপুর (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) কারাগার থেকে রিমান্ডে এনে পল্টন থানায় তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয় মির্জা ফখরুলকে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
** ফখরুলকে ফের দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন