ঢাকা: রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দশদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন ফখরুল।
কিছুক্ষণের মধ্যেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত ২৭ জানুয়ারি পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। শনিবার (৩১ জানুয়ারি) কাশিমপুর (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) কারাগার থেকে রিমান্ডে এনে পল্টন থানায় তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয় মির্জা ফখরুলকে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫