ফরিদপুর: ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে ফরিদপুরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের নিলটুলী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়ার নেতৃত্ব শহরের নিলটুলী থেকে শুরু হয়ে মিছিলটি ঝিলটুলী এলাকার ব্রহ্মসমাজ সড়কে গিয়ে শেষ হয়।
এ সময় স্থানীয় বিএনপির সহ-সভাপতি আজম খান, অ্যাডভোকেট গোলজার হোসেন, বিএনপি নেতা জসিম মৃধা, মামুনুর রশীদ, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস, রেজাউর রহমান ওরফে ভিপি রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫