নীলফামারী: নাশকতার আশঙ্কায় নীলফামারীর ডোমারে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, ওই গ্রামের মনসুর আলীর ছেলে লাল মিয়া (৫০) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, আটকরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরসহ নানা অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫