ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ডোমারে জামায়াত-শিবিরের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ডোমারে জামায়াত-শিবিরের ২ কর্মী আটক ছবি: প্রতীকী

নীলফামারী: নাশকতার আশঙ্কায় নীলফামারীর ডোমারে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রাম থেকে তাদের আটক করা হয়।



তারা হলেন, ওই গ্রামের মনসুর আলীর ছেলে লাল মিয়া (৫০) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, আটকরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরসহ নানা অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।