ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বাগেরহাটে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বাগেরহাটে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ইউপি সদস্য আটক ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোছাদ্দেক মল্লিককে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ফকিরহাট থানা পুলিশ অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।



মোছাদ্দেক মল্লিক ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের শ্যামবাগাত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিএনপি কর্মী।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ৭২ ঘণ্টা হরতাল চলাকালে মঙ্গলবার ভোরে জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ইটভাটার কাছে ট্রাকটিতে ইট-পাটকেল নিক্ষেপের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ট্রাকের চালক হাবিবুর রহমান বলেন, মংলা থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় আমি প্রাণ বাঁচাতে ট্রাক থেকে নেমে পড়লে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোছাদ্দেক মল্লিককে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এদিকে, মঙ্গলবার সকালে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।