ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

গাবতলীতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ফেব্রুয়ারি ৩, ২০১৫
গাবতলীতে যাত্রীবাহী বাসে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল বর্ধিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘোষণা দেওয়ার পরপরই রাজধানীর গাবতলীতে হানিফ পরিবহন কাউন্টারের সামনের রাস্তায় যাত্রীবাহী ৭নং বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫টা মিনিটে ওই বাসে আগুন দেয় তারা।

বাসটি গাবতলী থেকে সদরঘাট রুটে চলাচল করতো। বাসের নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-১৭৭২।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়। এরপর মঙ্গলবার দুপুরে হরতালের সময়সীমা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া গত মাসের (জানুয়ারি) ৫ তারিখ থেকে লাগাতার অবরোধ চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

** শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।