ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাতকে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ছাতকে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০ ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।


  
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।   এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
  
আহতদের মধ্যে- উসমান মিয়া, তালেব আহমদ, জাহাঙ্গীর আলম, তৌরিছ থান, ফজলু খান ও ফয়জুল আলমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী বলে দাবি বিএনপির।   
  
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানে নেতৃত্বে গোবিন্দগঞ্জ বাজার থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়।   
  
মিছিলটি সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা ওই এলাকায় সমাবেশ শুরু করে।   
  
ছাত্রদলের দাবি, প্রায় একই সময়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টের উদ্দেশে রওনা দেয়। পথে তাদের মিছিলে ঢিল ছোড়ে ছাত্রলীগের কর্মীরা। এর জের ধরে বিএনপি-ছাত্রদলের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ বাধে।  
 
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।  
  
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর দাবি, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়।  
  
অভিযোগ অস্বীকার করে ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম বলেন, ছাত্রলীগ এ সংঘর্ষের  সঙ্গে জড়িত নয়। সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সরিয়ে  দিয়েছে।  
  
সুনামগঞ্জ পুলিশ সুপার হারুণ অর রশীদ বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।   বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।  
  
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।