ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

বাবুবাজারে আ’লীগ-২০ দল সংঘর্ষে আহত ৪, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
বাবুবাজারে আ’লীগ-২০ দল সংঘর্ষে আহত ৪, আটক ১

ঢাকা: রাজধানীর বংশাল থানার বাবুবাজার এলাকায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ২০ দলীয় জোটের ৪ নেতাকর্মী আহত হন ও তাদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে নয়াবাজার থেকে ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়। মিছিলটি বাবুবাজার পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এতে ২০ দলীয় জোটের ৪ নেতাকর্মী আহত হন। তাদের এক জনকে আওয়ামী লীগ কর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেন।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ওই এলাকায় একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তথ্য এখনও থানায় আসেনি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ