ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

রোববার থেকে বগুড়ায় ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
রোববার থেকে বগুড়ায় ৪৮ ঘণ্টার হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: রোববার থেকে বগুড়ায় ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে করেছে জেলা বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনকালে এ  ঘোষণা দেন তারা।



এর আগে সকাল সোয়া ৯টার দিকে শহরের খান্দারমোড় থেকে জেলা বিএনপি'র একটি মিছিল বের হয়। মিছিল শেষে সুত্রাপুর এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জেলা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) লাগাতার ৪৮ ঘন্টার হরতাল আহ্বান করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ-সভাপতি আলী আজগর হেনা, অ্যাডভোকেট রাফি পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী ছালাম, লাভলী রহমান, আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ