ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলানিজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসমাম।  

তিনি বলেন, সন্ধ্যার পর কে বা কারা ককটেল তিনটির বিস্ফোরণ ঘটিয়েছে কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ প্রেসক্লাব এলাকায় টহল জোরদার করেছে।

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান ওসি সিরাজুল ইসলাম।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।