ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

চারঘাটে ৬টি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, ফেব্রুয়ারি ২২, ২০১৫
চারঘাটে ৬টি ককটেল উদ্ধার ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর চারঘাটে পরিত্যাক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সারদা থানাপাড়া এলাকার বটতলার মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনানোর লক্ষেই ককটেলগুলো সেখানে রাখা হয়েছিল। এগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। উদ্ধারের পর পানির পাত্রে ডুবিয়ে তা থানায় নিয়ে যাওয়া হয়।

ককটেল উদ্ধারের পর বর্তমানে ওই এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।