ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

হরতাল সফলের আহ্বান জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ফেব্রুয়ারি ২২, ২০১৫
হরতাল সফলের আহ্বান জামায়াতের

ঢাকা: সরকারকে পদত্যাগে বাধ্য করতে ২০ দলীয় জোট ঘোষিত হরতালসহ সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।



দেশের জনগণ স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে ২০ দলীয় জোট ঘোষিত দেশব্যাপী গণঅবরোধ ও হরতালসহ সব কর্মসূচি শান্তিপূর্ণভবে সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।