ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

পেট্রোলবোমা মেরে স্বার্থ আদায় হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, ফেব্রুয়ারি ২২, ২০১৫
পেট্রোলবোমা মেরে স্বার্থ আদায় হবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যারা পেট্রোলবোমা মারছে তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। জাতির কাছে ঘৃণা ছাড়া তারা কিছুই পাবে না।

এভাবে পেট্রোলবোমা মেরে কোনো দিনই স্বার্থ আদায় হবে না।

দেশের চলমান অবস্থা নিয়ে এ মন্তব্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা গাইবান্ধার ভরতখালী নতুনকুড়ি বিদ্যাপীঠে সাঘাটা-ফুলছড়ি উপজেলার নদী ভাঙন ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতণের সময় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন। মানবতাবিরোধী এসব কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশকে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হোন।

বক্তব্য শেষে ডেপুটি স্পিকার  গাইবান্ধা এসকেএস ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর সহায়তায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকার  ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা অর্থ সহায়তা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর উপপরিচালক ডা. জসিম উদ্দীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।