ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

টিএসসিতে যুবলীগ চেয়ারম্যানকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, ফেব্রুয়ারি ২২, ২০১৫
টিএসসিতে যুবলীগ চেয়ারম্যানকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৬ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।



রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল, সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মৃদুল কান্তি দাস, হিমু আক্তার, আবুল কাশেম ও মন্টু মিয়া।

যুবলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বাংলাউনিউজকে জানান, অমর একুশে বইমেলায় যুবলীগের একটি স্টল রয়েছে। সেখানে প্রতিদিনই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক সন্ধ্যা সাড়ে ৬টায় এসে বসেন এবং রাত সাড়ে ৮টায় বেরিয়ে যান।

বাবলু জানান, ওমর ফারুক রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তাদের ৬ নেতাকর্মী আহত হন।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, তারা কয়েকজন রাত পৌনে ৯টার দিকে টিএসসি চত্বরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ করে  ককটেল বিস্ফোরণের তারা ৬ জন আহত হয়ন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫/আপডেটেড ১২১৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।