ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে আ.লীগের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মার্চ ২, ২০১৫
মেহেরপুরে আ.লীগের মতবিনিময় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মতবিনিময় করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।



এসময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশকর আলী, প্রচার সম্পাদক অ্যাডভাকেট ইব্রাহিম শাহিন, আওয়ামী লীগ নেতা আতাউল হক লালমিয়া, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, উপদেষ্টা তুহিন আরন্য, আতিকুর রহমান টিটু, সাংবাদিক ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।