ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীর সাবেক মেয়রের বাড়িতে ককটেল, বুলবুলের ২ ভাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, মার্চ ২, ২০১৫
রাজশাহীর সাবেক মেয়রের বাড়িতে ককটেল, বুলবুলের ২ ভাই আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।

সোমবার (২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে মহানগরের উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে এ হামলা চালানো হয়।

তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী শাহীন আকতার রেনি ও দুই মেয়ে রয়েছেন।

তাদের বরাত দিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, বাড়ির সদস্যরা সবাই খাবার টেবিলে ছিলেন। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে চড়ে বাড়ির দ্বিতীয় তলায় তার শয়ন কক্ষের দিকে একটি কককেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি দ্বিতীয় তলার বারান্দার গ্রিলের ওপর বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর জানালার কাঁচ কিছু অংশ ভেঙে যায়। এ সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশি ও দলীয় নেতাকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। পরে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করে।

এদিকে, হামলার ঘটনায় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা রাত ১০টার দিকে একই এলাকায় অবস্থিত রাসিকের বর্তমান মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় ইটপাটকেল ছোঁড়ে। এ সময় তার নামফলক ও বাড়ির বিভিন্ন জানালার কাঁচ ভাঙচুর করা হয়।

এতে মেয়র বুলবুলের শাশুড়ি শাহারা খাতুন (৭০) আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  

মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ককটেল হামলার ঘটনায় পুলিশ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ভাই মোস্তাক হোসেন ঝন্টু (৪৫) ও মাইমুল হাসান বাবুকে (৪০) আটক করে।

বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫/আপডেট ০১৫৭ ঘণ্টা, মার্চ ০৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।