ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

রাজনীতি

গোবিন্দগঞ্জ জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মার্চ ২, ২০১৫
গোবিন্দগঞ্জ জামায়াতের নায়েবে আমির গ্রেফতার ছবি: প্রতীকী

রংপুর: রংপুর জেলার বিনোদপুর এলাকা থেকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান আনসারীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার কর‍া হয়।

গত ০৬ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামি সাঈদুর।

এদিকে, সোমবার দিনগত রাত ১০টা ২০ মিনিটে মহানগরীর কামার পাড়ায় পৃথক অভিযানে আটটি ককটেলসহ সাত শিবিরকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

কামার পাড়ার মাহিন ছাত্রাবাস থেকে পুলিশ তাদের আটক করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ‍কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে সে বিষয়ে জানতে সাঈদুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে সাত শিবিরকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

** গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় নিহত ৬, দগ্ধ ২৯

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।