পঞ্চগড়: পঞ্চগড়ে দু’টি বাস ও আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতারকৃত পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন।
পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এর বিচারক আবুল হাসনাত মো. আব্দুল ওয়াদুদ পাঁচ মার্চ (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করেন।
এর আগে সোমবার রাতে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সাতজনকে নামীয় ও ২০/২১ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে পাঁচজনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
মামলার নামীয় আসামিরা হলেন- জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, বিএনপি কর্মী মোশারফ হোসেন, ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম বকুল, জেলা ছাত্র শিবিরের সভাপতি নুর-ই আলম সালেহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান বাকি আসামিদের গ্রেফতারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার ভোরে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় পার্ক করা দু’টি বাসসহ সদর উপজেলার জগদল বাজার আওয়ামী লীগ কার্যালয় ও টুনির হাট বাজারে কামাত-কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫