ঢাকা: দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে ফের একাট্টা হয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। আর একাট্টা হয়েই তারা শপথ নিয়েছে, এখন থেকে যা করার এক সঙ্গে করবে।

কিন্তু গত সোমবার রাজধানীতে এক গোপন বৈঠকে পরস্পরের কাছে দু:খপ্রকাশ করেছেন শিবির ও ছাত্রদল নেতারা। একই সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসার শপথ নিয়েছে তারা। এতোদিন ধরে কেবল নিজ দলীয় নেতাদের যুদ্ধাপরাধের দায় থেকে বাঁচাতে মাঠ দাপালেও এবার জোটের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে শিবির। আর ছাত্রদল দিয়েছে বুকে বুক মিলিয়ে সরকারি বিরোধী তৎপরতা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।
তাদের যুগপৎ তৎপরতায় তাই হুট করেই নাশকতা বেড়েছে দেশজুড়ে। বেড়ে গেছে যাত্রীবাহী বাস আর পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা। এই দু’দিনে সারাদেশে অর্ধ শতাধিক গাড়িতে আগুন দিয়েছে শিবির-ছাত্রদলের মিলিত কমান্ড। সর্বশেষ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জে এক সঙ্গে ৯ ট্রাকে আগুন দেওয়ার ঘটনাতেও তারা জড়িত বলে দাবি করছে গোয়েন্দা সূত্র।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক নেতা বাংলানিউজকে বলেন, শিবিরের সঙ্গে এখন আর আমাদের কোনো বিভেদ নেই। সময়টা কঠিন। আমরা এখন থেকে পরস্পরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবো।
অপর এক নেতা বলেন, নিজেদের বিভক্ত করে রেখে আন্দোলনে সফল হওয়া সম্ভব নয়। আমাদের আন্দোলন আরো কঠোর হবে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫