ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

শেখ হাসিনা পালালেও তার ষড়যন্ত্র থামছে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, আগস্ট ৮, ২০২৫
শেখ হাসিনা পালালেও তার ষড়যন্ত্র থামছে না: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবি

ঢাকা: শেখ হাসিনা পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে 'জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে’ তিনি এ কথা বলেন।

সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।

রুহুল কবির রিজভী বলেন, ভারত তার দেশের বাংলাভাষী মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ‘পুশ-ইন’ করলে সেদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেন ‘পুশ-ব্যাক’ করছে না? 

তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না এবং পার্শ্ববর্তী দেশে বসে উল্টাপাল্টা কথা বলছেন। বিবিসির একটি প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন।

রিজভী বলেন, মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করতে চান। ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদের বাংলাদেশে পুশ-ইন করছে। তাহলে শেখ হাসিনাকে কেন পুশ-ব্যাক করে না?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশ থেকে পালিয়ে যাননি এবং বিএনপির কোনো নেতা নির্যাতন-নিপীড়নের মুখেও দেশ ছেড়ে চলে যাননি।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সনাতনীদের ওপর চালানো অপকর্মের বিচার এখনো হয়নি। তিনি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংখ্যালঘু হত্যাকাণ্ড, হামলা এবং নির্যাতনের বিচার দাবি করেন।  

কাদের গনি চৌধুরী বলেন, এই সরকার বিচার না করলেও আগামী দিনে যে ভোট হবে সেখানে বিএনপি বিজয়ী হবে, সেই সময় যেন এসব সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচার হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা দাশ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর মন্দির কেন পাহারা দিতে হয়েছিল? কারণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মন্দিরে গিয়ে লুটপাট করে, প্রতিমা ভাঙচুর করে। বিএনপি মন্দির গড়ে, ভাঙচুর করে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।  

ইএসএস/এমইউএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।