ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদাকে কোরআন শরীফ উপহার দিলেন ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মার্চ ৪, ২০১৫
খালেদাকে কোরআন শরীফ উপহার দিলেন ব্যবসায়ী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন এক ব্যবসায়ী।

মো. কামাল হোসেন নামে ওই ব্যক্তি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

তার পিতার নাম মৃত হোসেন লালু মিয়া বলে তিনি জানান।

বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই কোরআন শরীফ দিতে আসেন তিনি।  

কোরআন শরীফটি চেয়ারপার্সনের পক্ষ থেকে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গ্রহণ করেন।

মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, গত ৪ জানুয়ারি তার বাবা মারা গেছেন। তার আত্মার শান্তি কামনার জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ব্যক্তিকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করার মানত করেছিলেন তিনি। এই কারণে খালেদা জিয়াকে একটি কোরআন শরীফ দিতে এসেছেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া অথবা এই অফিসের যে কেউ পবিত্র কোরআন শরীফ পাঠ করলে তাদেরও মঙ্গল হবে,আমাদেরও সোয়াব হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।