ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): হরতাল-অবরোধকারীদের হাত থেকে রক্ষা পেলো না জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা ‘অপরাজেয় বাংলা’ও।
অবশেষে, এই ভাস্কর্যটিকে লক্ষ্য করেও চালানো হলো ককটেল হামলা।
বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের সামনে অবস্থিত ‘অপরাজেয় বাংলা’য় ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাভবনের পাঁচতলার বারান্দা থেকে পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি সরাসরি ‘অপরাজেয় বাংলা’-র ভাস্কর্যে আঘাত হানে।
বিস্ফোরণের প্রচণ্ড শব্দে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ভাস্কর্যটির কিছুটা ক্ষতিগ্রস্ত ও জৌলুস নষ্ট হয়।
তবে ককটেল বিস্ফোরণের অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫