ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

চান্দিনায় নাশকতার অভিযোগে এলডিপি নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, মার্চ ৪, ২০১৫
চান্দিনায় নাশকতার অভিযোগে এলডিপি নেতা গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়োন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনা উপজেলায় বিভিন্ন নাশকতার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা লোকমান হোসেন শাহজাহানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার মহিচাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

লোকমান হোসেন শাহজাহান মহিচাইল গ্রামের বসিন্দা ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।  

 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ বাংলানিউজকে জানান, চলতি বছরের ১৩ জানুয়ারি চান্দিনা বাস স্টেশন এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাসে অগ্নিসংযোগের ঘটনার এজাহারভুক্ত আসামি এলডিপি নেতা লোকমান হোসেন শাহজাহান।  

 

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দাস অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

 

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।