ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

চারঘাট পৌর ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মার্চ ৫, ২০১৫
চারঘাট পৌর ছাত্রদল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর চারঘাটে নাশকতা মামলায় পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনকে (২৯) গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার চারঘাট-বাঘা সড়কের লিলি সিনেমা হলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার মোতালেব উপজেলার সাদীপুর এলাকার ঝড়– মণ্ডলের ছেলে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সারদা বাজারসহ আশপাশের এলাকায় ট্রাকে আগুন দেওয়া যানবাহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন এবং যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের দু’টি মামলা রয়েছে।

বিকেলের মধ্যেই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।