ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

ডিসিসি উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন মজলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, মার্চ ৫, ২০১৫
ডিসিসি উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন মজলিশ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ

ঢাকা: জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান, ঊনসত্তরের গণআন্দোলন ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তরের নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেএসপি মহাসচিব মিজানুর রহমান মিজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার প্রক্কালে ১৯৬৯-এর গণআন্দোলনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
 
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু নির্বাচনে জিনাত-মজলিশ পরিষদের পক্ষ থেকে ডাকসুর জিএস প্রার্থী ছিলেন তিনি।

রাজনীতি ছাড়াও মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রার্থী হিসেবে তিনি নগরবাসীর দোয়া ও সমর্থন চান বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।