ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

আন্দোলনে জনগণকে সঙ্গে না পেয়ে ক্ষিপ্ত বিএনপি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মার্চ ৫, ২০১৫
আন্দোলনে জনগণকে সঙ্গে না পেয়ে ক্ষিপ্ত বিএনপি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সঙ্গে না পেয়ে জনগণের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

  

মন্ত্রী বলেন, এত ভয়াবহ ও মর্মান্তিক দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে সহিংসতা কমে গেলেও আবার শুরু হয়েছে। এই সহিংসতায় সাধারণ মানুষ দগ্ধ হচ্ছে। এ সব সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহনখাত।  

তিনি বলেন, সংলাপ চাইলে নাশকতা ও আত্মঘাতী হামলা বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সার্চ ০৫, ২০১৫ ‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।