ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

পুলিশের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিলো: তাজুল

কাজী নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, মার্চ ৬, ২০১৫
পুলিশের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিলো: তাজুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পল্টন থেকে: পুলিশের সঙ্গে ভুল বুঝাবুঝির জেরে আটক হয়েছিলেন বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে পল্টন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের পর তল্লাশী চালিয়ে ল’ চেম্বার থেকে তাকেসহ ৭ জনকে আটক করে পল্টন থানা পুলিশ।

পরে রাত ১০টা ৪০ মিনিটে তাদের ছেড়ে দেয়।

ছাড়া পেয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সন্ধ্যার পর পল্টন এলাকায় পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেই এলাকায় তল্লাশী চালায় পুলিশ। এই সময় অন্যান্য কমার্শিয়াল অফিসগুলো বন্ধ ছিলো। শুধু রোকেয়া ম্যানশনের ৩য় তলায় আমাদের ল’ চেম্বারটি খোলা ছিলো। এই সময়ে আমরা কয়েকজন আইনজীবীসহ আরো কয়েকজন অফিস সহকারী চেম্বারে অবস্থান করছিলাম। এদিকে পুলিশ হাতবোমা বিস্ফোরণের ঘটনায় তল্লাশী চালায়। আমার চেম্বার খোলা থাকার কারণে পুলিশ চেম্বারে ঢুকে পড়ে এবং আমাদের বলে আপনারা সবাই আমাদের সঙ্গে চলুন, থানায় যেতে হবে। পরে পুলিশ আমাকেসহ ৪ আইনজীবী ও ৩ জন অফিস সহকারীকে ধরে থানায় নিয়ে আটকে রাখে।

তিনি আরো বলেন, পরে আমরা আইনজীবী নিশ্চিত হয়ে পুলিশ আমাদের ছেড়ে দেয়।

তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

** জামায়াতের আইনজীবী তাজুলকে ছেড়ে দিয়েছে পুলিশ
** জামায়াতের আইনজীবী তাজুল আটক

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।