ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

রাজনীতি

জঙ্গি নেত্রীর সঙ্গে সংলাপ হতে পারে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মার্চ ৬, ২০১৫
জঙ্গি নেত্রীর সঙ্গে সংলাপ হতে পারে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: আলোচনা বা সংলাপ একটি গণতান্ত্রিক দলের সঙ্গে হয়ে থাকে। কিন্তু খালেদা জিয়া জঙ্গিবাদীদের নেত্রী।

তার সঙ্গে কোনো প্রকার সংলাপ হতে পারে না। এটা দেশের সাধারণ মানুষ যেমন বিশ্বাস করে, তেমনি সরকারও বিশ্বাস করে।  
 
শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
 
ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিদেশিদের ওপর নির্ভর করছে। তাদের সে আশাতেও বালি পড়েছে, কূটনীতিকরা সহিংসতা বন্ধ করতে তাদের চাপ প্রয়োগ করছে।  
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি জাকির হোসেন ও জাফর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।